ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

প্রথমার্ধে পাকিস্তানের জালে বাংলাদেশের ৮ গোল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
প্রথমার্ধে পাকিস্তানের জালে বাংলাদেশের ৮ গোল নারী ফুটবল দল। ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে পাকিস্তানের বিপক্ষে প্রথমার্ধে ৮-০ গোল এগিয়ে থেকে মাঠ ছেড়েছে বাংলাদেশি কিশোরীরা। এর মধ্যে মোছাম্মত সিরাত জাহান ৪টি, মার্জিয়া ৩ এবং শিউলি আজিম একটি গোল করেন।

রোববার (৩০ সেপ্টেম্বর) ভুটানের মাটিতে মারিয়া-আঁখিরা এবার সাফ অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্ট জয়ের মিশনে মাঠে নেমেছেন। এবারও লাল-সবুজ দলের গ্রুপসঙ্গী নেপাল ও পাকিস্তান।

তাই রোববার (৩০ সেপ্টেম্বর) পাকিস্তানকে হারালেই সেমিফাইনাল নিশ্চিত বাংলাদেশের।  

সেই লক্ষ্যে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় চাংলিমিথাং স্টেডিয়ামে খেলতে নেমেছে লাল-সবুজ দল।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।