ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

সিটির নাটকীয় জয়, ম্যানইউর ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
সিটির নাটকীয় জয়, ম্যানইউর ড্র ম্যানচেস্টার সিটির জয়। ছবি: সংগৃহীত

জয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার (২ অক্টোবর) রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে হফেনহেইমের মাঠে ২-১ গোলে জয় পায় দলটি। অন্যদিকে ওল্ড ট্র্যাফোর্ডে ভ্যালেন্সিয়ার সঙ্গে গোল শূন্য ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড। 

‘এফ’ গ্রুপের ম্যাচে জার্মানির হফেনহেইম নিজেদের মাঠে ৪৪ সেকেন্ডেই এগিয়ে যায়। আকস্মিকভাবেই গোল করে বসেন ইশাক বেলফোদিল।

অলিম্পিক লিঁওর কাছে হার দিয়েই  চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছে ম্যানসিটি।  

শুরুর ধাক্কা অবশ্য কিছুক্ষনের মধ্যেই সামলে ওঠে সিটি। ৮ মিনিটে অ্যাগুয়েরোর গোলে সমতায় ফেরে তারা। একের পর এক আক্রমণ করতে থাকে সিটি। অবশেষে ৮৭ মিনিটে এগিয়ে যায় সিটি। বের্নার্দো সিলভা করেন জয় সূচক গোলটি। দুই ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট যোগ হয়েছে সিটির পাশে। গ্রুপ ‘এফ’-এ দ্বিতীয় স্থানে আছে তারা।

অন্যদিকে খারাপ সময় যেন শেষই হচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। মঙ্গলবার (২ অক্টোবর) ওল্ড ট্র্যাফোর্ডের ম্যাচ নিয়ে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ৪ ম্যাচে গোল নেই ম্যানইউর। চ্যাম্পিয়ন্স লিগে 'এইচ' গ্রুপের খেলায় ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার সঙ্গে ড্র করে হোসে মোরিনহোর দল।  

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এমকেএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।