ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

ধর্ষণের অভিযোগ অস্বীকার করলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
ধর্ষণের অভিযোগ অস্বীকার করলেন রোনালদো ধর্ষণের অভিযোগ অস্বীকার করলেন রোনালদো। ছবি: সংগৃহীত

ঢাকা: ক্যাথরিন মায়াগো নামে যুক্তরাষ্ট্রের এক নারী অভিযোগ করেছেন ২০০৯ সালে লাস ভেগাসের এক হোটেল কক্ষে ক্রিস্টিয়ানো রোনালদো তাকে ধর্ষণ করেছিলেন। কিন্তু অভিযোগটিকে মিথ্য ও বানোয়াট বলে অস্বীকার করেছেন রোনালদো। 

ঘটনার ৯ বছর পেরিয়ে গেলেও সম্প্রতি ওই নারীর অভিযোগ পুনরায় তদন্ত শুরু করেছে লাস ভেগাস পুলিশ।  

জার্মান সাময়িকী ডের স্পিগেলে অভিযোগটি প্রথম ছাপা হলে গত রোববার (৩০ সেপ্টেম্বর) তা ‘ভুয়া’ বলে উড়িয়ে দেন রোনালদো।

এমনকি সাময়িকীটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও কথা জানান তার আইনজীবীরা।

রোনালদো জানিয়েছেন, ধর্ষণের বিষয়ে যে কোনো ধরণের তদন্তের বিষয়ে তিনি পুরোপুরি শান্ত আছেন। কেন না মায়েকোর অভিযোগের বিষয়ে নিজের বিবেকের কাছে তিনি পরিষ্কার।  

এদিকে বুধবার (৩ অক্টোবর) বিষয়টি নিয়ে করা এক টুইটে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ৩৩ বছর বয়সী এই ইউভেন্তাস তারকা। ‘আমার বিরুদ্ধে ওঠা অভিযোগটি আমি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছি। ধর্ষণ এমনই এক অপরাধ যা সবকিছুকে ছাপিয়ে যায়, এবং আমি সেটাই বিশ্বাস করি।

বাংলাদেশ সময়: ০৪০১ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮ 
এইচএল/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।