ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদো জেতালেন জুভেন্টাসকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৮
রোনালদো জেতালেন জুভেন্টাসকে রোনালদো জেতালেন জুভেন্টাসকে-ছবি: সংগৃহীত

জুভেন্টাসের সহজ জয়ে গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। শনিবার ইতালিয়ান সিরিআ লিগে উদিনেসের মাঠে ২-০ ব্যবধানে জয় পায় ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা। দলের হয়ে অন্য গোলটি করেন রদ্রিগো বেন্তানকুর।

ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তান করে খেলা জুভেন্টাস ৩৩ মিনিটে এগিয়ে যায়। ক্রস থেকে দারুণ এক হেডের মাধ্যমে গোলটি করেন উরুগুয়ের তারকা বেন্তানকুর।

 

আর চার মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করে জয় নিশ্চিত করেন রোনালদো। ডি-বক্সে মারিও মানজুকিচের বাড়ানো বলে বাঁ পায়ের কোনাকুনি শটে গোলটি করেন সিআর সেভেন। সিরিআ লিগে এটি তার চতুর্থ গোল।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে জুভেন্টাস।

লিগে ৮ ম্যাচে সবকটি জিতে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে নাপোলি।

বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, ০৭ অক্টোবর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।