ক্যারিয়ারে ৮০০ ম্যাচ খেলেছেন ৩৭ বছর বয়সী জন টেরি। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৭৮ ম্যাচে মাঠে নামার পাশাপাশি ৪টি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে দেশকে প্রতিনিধিত্ব করেছেন।
চেলসি ছাড়ার পর ২০১৭-১৮ মৌসুমে অ্যাস্টন ভিলার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন জন টেরি। চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্লে-অফে ফুলহামের কাছে হেরে যাওয়ার আগে দলকে প্রিমিয়ার লিগের প্রমোশন প্রাপ্তির দ্বারপ্রান্তে পৌঁছে দেন।
অ্যাস্টন ভিলায় থাকা অবস্থায় তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল রুশ ক্লাব স্পার্তাক মস্কো। তবে খেলোয়াড়ি জীবনের ইতি ঘটিয়ে কোচিংয়ে হাত পাকাতে চাইছেন বলে সেই অফার ফিরিয়ে দেন টেরি। অ্যাস্টন ভিলার কোচের দায়িত্ব নিতে চলেছেন আর্সেনালের সাবেক ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরি। তার সহকারী কোচের দায়িত্বে আসছেন টেরি।
সংখ্যায় সংখ্যায় টেরির ক্যারিয়ার:
১৯- চেলসির সিনিয়র দলে অভিষিক্ত হওয়ার পর পার হওয়া বছর।
৬৯৬- চেলসির হয়ে খেলা ম্যাচের সংখ্যা।
৭৮- ইংল্যান্ডের হয়ে খেলা ম্যাচের সংখ্যা।
৪১- চেলসির হয়ে প্রিমিয়ার লিগে গোলসংখ্যা।
১৪- চেলসির অধিনায়ক হিসেবে জেতা শিরোপা সংখ্যা (৪টি প্রিমিয়ার লিগ, ৫টি এফএ কাপ, ৩টি লিগ কাপ, ১টি চ্যাম্পিয়নস লিগ, ১টি ইউরোপা কাপের শিরোপা)।
১৭- যে বয়সে চেলসির সিনিয়র দলের হয়ে লিগ কাপে অ্যাস্টন ভিলার বিপক্ষে অভিষিক্ত হন।
৬- যে কয়েকবার প্রিমিয়ার লিগে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন।
৩৬- অ্যাস্টন ভিলার হয়ে যে কয় ম্যাচে মাঠে নেমেছেন।
১- অ্যাস্টন ভিলার হয়ে পাওয়া গোল সংখ্যা।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এমএইচএম