ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ফুটবল

সিলেটে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট শুরু শুক্রবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
সিলেটে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট শুরু শুক্রবার সংবাদ সম্মেলনে ক্রীড়া সংস্থার নেতারা। ছবি: বাংলানিউজ

সিলেট: সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার পর এবার সিলেটে শুরু হচ্ছে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট।

শুক্রবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘আবুল মাল আবদুল মুহিত কে-স্পোর্টস আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০১৮’ শীর্ষক আসরের উদ্বোধন করা হবে।  আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

 

সিলেট জেলা ক্রীড়া সংস্থা, সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে ‘কে-স্পোর্টস’র পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টে অংশ নেবে সিলেটের ১৩টি উপজেলার ফুটবল দল। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২৮ অক্টোবর।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুরে জেলা ক্রীড়া সংস্থার কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম।  

উদ্বোধনী দিন বিকেল ৪টায় প্রথম ম্যাচে বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার মুখোমুখি হবে গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা।

আর দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট সদর উপজেলা ক্রীড়া সংস্থার মুখোমুখি হবে বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থা।  

টুর্নামেন্টে গ্যালারিতে প্রবেশ উন্মুক্ত থাকবে বলে সংবাদ সম্মেলনে জানান মাহি উদ্দিন সেলিম।  

তিনি বলেন, এ টুর্নামেন্ট সিলেট অঞ্চলের ফুটবল খেলোয়াড়দের মধ্যে নবজাগরণের সৃষ্টি হবে। পাশাপাশি স্থানীয় ফুটবল খেলোয়াড়দের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখবে।  

সংবাদ সম্মেলনে জানানো হয়, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রচেষ্টায় ও দিক নির্দেশনাসহ সবার সহযোগিতায় সিলেটের ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করতে এবং ক্রীড়ামোদী দর্শকদের চাহিদা মেটাতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

এ সময় সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য বিজিত চৌধুরী, নাজনীন আক্তার, কোষাধ্যক্ষ সিরাজ উদ্দিন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়াম চৌধুরী মাম্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
এনইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।