ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সাইফ স্পোর্টিংকে হারিয়ে সেমিফাইনালে শেখ জামাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
সাইফ স্পোর্টিংকে হারিয়ে সেমিফাইনালে শেখ জামাল গোলের পর বোজাংকে ঘিরে সতীর্থদের উল্লাস-ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেডারেশন কাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

শুক্রবার (৯ নভেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ২৯ মিনিটে গাম্বিয়ার ফরোয়ার্ড সেইনে বোজাংয়ের গোলে এগিয়ে যায় শেখ জামাল। সলোমন কিংয়ের বাড়ানো বল টেনে নিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে লক্ষ্যভেদ করেন বোজাং।

ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম৭১ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের বুলেট গতির শটে সাইফকে সমতায় ফেরান কলম্বিয়ান ফরোয়ার্ড দেইনিয়ের আন্দ্রেস করদোবা। তবে তাদের সেই স্বস্তি টেকে মাত্র মিনিট পাঁচেক। পেরেসের বাড়ানো ক্রস সাইফের ডিফেন্ডার ইয়াসিন আরাফাত বিপদমুক্ত করতে ব্যর্থ হলে হেডে লক্ষ্যভেদ করে ম্যাচের ফল নির্ধারণ করে দেন বোজাং।

সাইফ স্পোর্টিংকে সমর্থন দিতে হাজির তিন বিদেশি দর্শক, ম্যাচ শেষে অবশ্য এই হাসি থাকেনিআগামী ২১ নভেম্বর সেমিফাইনালে প্রথম কোয়ার্টার ফাইনালের জয়ী দল ঢাকা আবাহনী লিমিটেডের মুখোমুখি হবে শেখ জামাল।

বাংলাদেশ সময় : ২১৪৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।