ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

নওয়াপাড়া পৌরসভা মেয়র কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
নওয়াপাড়া পৌরসভা মেয়র কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস। ছবি-বাংলানিউজ

যশোর: যশোরের নওয়াপাড়া পৌরসভার আয়োজনে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৯ নভেম্বর) বিকেলে নওয়াপাড়ার শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলায় নির্ধারিত সময়ে পাঁচ নম্বর ওয়ার্ডকে ২-০ গোলে হারিয়ে ছয় নম্বর ওয়ার্ড চ্যাম্পিয়ন হয়েছে।  চ্যাম্পিয়ন দলকে নগদ এক লাখ টাকা পুরস্কার দেওয়া হয়।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিনুর আলম, যশোর জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি আসাদুজ্জামান মিঠু, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনসহ অনেকে।  

খোলায় মোট নয়টি দল আংশগ্রহণ করে। এর আগে ২৭ অক্টোবর টুর্নামেন্ট শরু হয়।  

বাংলাদেশ সময়: ০৫১২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
ইউজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।