ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মেসির ফেরার ম্যাচে বার্সার হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
মেসির ফেরার ম্যাচে বার্সার হার মেসির ফেরার ম্যাচে বার্সার হার-ছবি: সংগৃহীত

ইনজুরি সেরে দীর্ঘদিন পর ফিরলেন লিওনেল মেসি। ফিরে জোড়া গোলও করলেন। তবে হার এড়াতে পারেনি বার্সেলোনা। রিয়াল বেটিসের বিপক্ষে লা লিগার ম্যাচে ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে ৪-৩ গোলে হেরে যায় আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা।

রোববারের এ লড়াইয়ে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে পিছিয়ে যায় বার্সা। ২০ মিনিটে জুনিয়র ফ্রিপোর গোলে লিড পায় বেটিস।

আর ৩৪ মিনিটে জোয়াকুইন গোল করলে জোড়া ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা।

বিরতির পর অবশ্য আক্রমণের ধার বাড়িয়ে দেয় বার্সা। অবশেষে ৬৮ মিনিটে ব্যবধান কমায় দলটি। জর্দি আলবা ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে গোল করে মেসি দলকে এগিয়ে দেন।

তিন মিনিট পর বার্সা আরও পিছিয়ে পড়ে। এবার প্রতিপক্ষ শিবিরে মেসির জাতীয় দলের আর্জেন্টাইন সতীর্থ জিওভানি লো সেলসো গোল করে বসেন। কিন্তু বার্সার আরতুরো ভিদাল ৭৯ মিনিটে গোল করলে আবারও ব্যবধান কমায় কাতালানরা।

ইদুর-বিড়ালের মতো খেলায় মেতে ওঠা বেটিস ৮৩ মিনিটে গোল করে একহালি গোল পূর্ণ করে। এবারের গোলদাতা ক্যানালেস। শেষদিকে যোগ করা সময়ে মেসি আরও একটি গোল করলেও হার এড়াতে পারেনি বার্সা।

এই ম্যাচ হেরেও অবশ্য শীর্ষে রয়েছে বার্সা। ১২ ম্যাচে ৭ জয় ৩ ড্র ও ২ হারে ২৪ পয়েন্ট নিয়ে তারা সবার ওপরে রয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, ১২ নভেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।