ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

রোনালদোর গোলে মিলানকে হারালো জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
রোনালদোর গোলে মিলানকে হারালো জুভেন্টাস রোনালদোর গোলে মিলানকে হারালো জুভেন্টাস-ছবি: সংগৃহীত

ইতালিয়ান সিরিআ লিগে এসি মিলানের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছে জুভেন্টাস। দলের জয়ে একটি করে গোল করেন মারিও মান্দজুকিচ ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবে চলতি মৌসুমে জুভেন্টাস থেকে মিলানে ধারে খেলতে যাওয়া গঞ্জালো হিগুয়াইন শেষদিকে লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা।

রোববার সান সিরোতে আতিথিয়েতা নিতে যায় জুভেন্টাস। আর দুর্দান্ত একটি সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ৮ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ক্রোয়েশিয়ান তারকা মান্দজুকিচ।

অ্যালেক্স সান্দ্রোসের ক্রস থেকে হেডের মাধ্যমে গোলটি করেন তিনি।

পরে ৮১ মিনিটে জোয়াও কানসালের শটে গোলরক্ষক থেকে ফেরত আসা বলে ফের শট করে গোল উদযাপন করেন পর্তুগিজ তারকা রোনালদো। লিগে তার এই অষ্টম গোলের সুবাদে জয় নিশ্চিত করে ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা।

কিছুক্ষণ পরেই বেনাতিয়াকে ফাউল করে হলুদ কার্ড দেখেন হিগুয়াইন। তাতে মেজাজ হারিয়ে রেফারির সঙ্গে তর্ক করলে দেখেন লাল কার্ড।

১২ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে টানা সাতবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, ১২ নভেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।