ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

নেপালের সঙ্গে ড্র করল বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
নেপালের সঙ্গে ড্র করল বাংলাদেশের মেয়েরা বাংলাদেশ নারী ফুটবল দল- ছবি: সংগৃহীত

টানা দুই হারে বিপর্যস্ত দল, তৃতীয় ম্যাচে কি হয় তাই নিয়ে ছিল চাপা সংশয়। তবে টোকিও অলিম্পিক বাছাইপর্বের প্রাথমিক পর্বের শেষ ম্যাচটা ড্র দিয়েই শেষ করল বাংলাদেশের মেয়েরা।

মঙ্গলবার (১৩ নভেম্বর) মিয়ানমারের ইয়াগুনের থুউন্না স্টেডিয়ামে ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নেপালের মোকাবেলা করে বাংলাদেশ।  

ম্যাচের ১৭ মিনিটেই বাংলাদেশ দলকে চমকে দিয়ে এগিয়ে যায় নেপাল।

নেপালের হয়ে গোল করেন নিরু থাপা।  ম্যাচের দ্বিতীয়ার্ধে বাংলাদেশকে সমতায় ফেরান ডিফেন্ডার আঁখি খাতুন।  

এই জয়ে টানা হারের বৃত্ত থেকে বের হলো গোলাম রব্বানী ছোটনের দল। এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক মিয়ানমারের কাছে ৫-০ আর দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৭-১ গোলে হেরে যায় বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।