ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

জয়ে শুরু চট্টগ্রাম আবাহনী ও সাইফের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
জয়ে শুরু চট্টগ্রাম আবাহনী ও সাইফের জয়ে শুরু চট্টগ্রাম আবাহনীর-ছবি: বাংলানিউজ (ফাইল ফটো)

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় দিনে ভিন্ন ভিন্ন ম্যাচে জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী ও সাইফ স্পোর্টিং ক্লাব। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারিয়ে কষ্টার্জিত সূচনা করেছে চট্টগ্রাম আবাহনী। তবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ২-১ গোলে হারানো সাইফের শুরুটা হয়েছে দারুণ।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জয় পেতে ঘাম ঝরাতে হয় হয় চট্টগ্রাম আবাহনীকে। ম্যাচের ৫০ মিনিটে শেষ পর্যন্ত নাইজেরিয়ান স্ট্রাইকার আওয়ালা মাগালানের গোলে জয়সূচক গোলের দেখা পায় চট্টগ্রামের দলটি।

এদিকে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে খেলতে নামে সাইফ ও রহমতগঞ্জ। এবারের মৌসুমে এই মাঠটি সাইফের ঘরের মাঠ হিসেবে থাকছে।

৩৭ মিনিটে জাবেদ খানের গোলে লিড পায় সাইফ। আর দ্বিতীয়ার্ধের শুরুতে মেহেবুব হাসান নয়ন ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচের শেষ মিনিটে রহমতগঞ্জের ফয়সাল আহমেদ গোল করে ব্যবধান কমালেও তা দলটির হার এড়াতে যথেষ্ট হয়নি।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ১৯ জানুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।