ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সাবেক ফুটবলার কায়সার হামিদ গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
সাবেক ফুটবলার কায়সার হামিদ গ্রেফতার কায়সার হামিদ

ঢাকা: অর্থ আত্মসাতের ঘটনায় দায়েরকৃত এক মামলায় সাবেক ফুটবলার কায়সার হামিদকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার (২০ জানুয়ারি) রাত ১০ টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল্লাহেল বাকি বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিউওয়ে নামে একটি মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি খুলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছে কায়সার হামিদের বিরুদ্ধে। এ ঘটনায় ২০১৪ সালে ভুক্তভোগীরা রাজধানীর বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪৪৫ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
পিএম/এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।