ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

রোনালদোর পেনাল্টি মিসেও জুভেন্টাসের বড় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
রোনালদোর পেনাল্টি মিসেও জুভেন্টাসের বড় জয় ছবি: সংগৃহীত

ইতালিয়ান সিরিআ লিগে কিয়েভোর বিপক্ষে ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে জুভেন্টাস। যদিও ম্যাচে দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো পেনাল্টি মিসের পাশাপাশি বেশ কয়েকটি গোল থেকে বঞ্চিত হন।

ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে লিগের নিচের সারির দল কিয়েভোকে আতিথিয়েতা জানায় জুভিরা।

১৩ মিনিটে পাওলো দিবালার থেকে পাস পেয়ে কাটিয়ে জোড়ালো শটে স্বাগতিকদের লিড এনে দেন ব্রাজিল তারকা দগলাস কস্তা।

৪৫ মিনিটে সেই দিবালার অ্যাসিস্টেই জুভি ক্যারিয়ারে প্রথম গোলের দেখা পান এমরি চান। আর ৮৪ মিনিটে হেডের মাধ্যমে দলের বড় জয় নিশ্চিত করেন দানিলো রুগানি।

সতীর্থরা গোল পেলেও এদিন হতাশ করেছেন রোনালদো। তার করা শট প্রতিপক্ষের গোলরক্ষক বেশ কয়েকবার ঠেকিয়ে দেন। বিশেষ করে ৫২ মিনিটে সাবেক রিয়াল মাদ্রিদ এই তারকা পেনাল্টি নিলে তা ঝাপিয়ে পড়ে আটকে দেন গোলরক্ষক স্তেফানো সরেন্তিনো। তবে ম্যাচের বড় জয়ই রোনালদোর সান্ত্বনা হয়ে থাকলো।

লিগে ২০ ম্যাচে ১৮ জয় ও দুই ড্রয়ে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো মাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা। ৯ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে নাপোলি। তৃতীয় স্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৪০।

বাংলাদেশ সময়: ০৮৪৬ ঘণ্টা, ২২ জানুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।