ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মেসিকে ছাড়া হেরেই গেল বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
মেসিকে ছাড়া হেরেই গেল বার্সা ছবি: সংগৃহীত

লিওনেল মেসির বিশ্রামের দিনে হার নিয়ে মাঠ ছাড়লো বার্সেলোনা। কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সেভিয়ার কাছে ২-০ গোলে হারে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা। ম্যাচে আধিপত্য বিস্তার করে খেললেও এদিন গোল পাওয়া হয়নি বার্সা।

সেভিয়ার মাঠ স্তাদিও রামোন সানচেজ পিজুয়ানে আতিথিয়েতা নিতে যায় বার্সা। তবে মেসির বিশ্রামের পাশাপাশি ভালভার্দে শুরুর একাদশে রাখেননি লুইস সুয়ারেজ ও ফিলিপ কুতিনহোর মতো তারকাদেরও।

এদিন প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বার্সা। উল্টো তাদের রক্ষণে কিছু সময় কাঁপিয়ে দিয়েছিল সেভিয়া।

বিরতির পর ৫৮ মিনিটে পাবলো সারাবিয়ার গোলে এগিয়ে যায় স্বাগতিক সেভিয়া। পরে ৭৬ মিনিটে বেন ইয়াদের ব্যবধান দ্বিগুণ করে জয় নিশ্চিত করেন। ফলে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে চতুর্থ হার দেখলো স্প্যানিশ কাপ নামে এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।

এর আগে কোপা দেল রে’র শেষ ষোলোতেও লেভান্তের মাঠে প্রথম লেগে হেরেছিল বার্সা। কিন্তু দ্বিতীয় লেগে নিজেদের মাঠ ক্যাম্প ন্যু’তে জিতে কোয়ার্টার নিশ্চিত করে।

আগামী বুধবার ঘরের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচে নামবে বার্সা।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ২৪ জানুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।