ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

টাইব্রেকারে ফাইনাল নিশ্চিত করলো চেলসি 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
টাইব্রেকারে ফাইনাল নিশ্চিত করলো চেলসি  টাইব্রেকারে চেলসির জয়। ছবি: সংগৃহীত

টাইব্রেকারে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে লিগ কাপ নিশ্চিত করলো চেলসি। ২০১৫ সালে টটেনহ্যামকে হারিয়ে পঞ্চম লিগ কাপ জেতে ব্লুজরা। এবারও সেই ফাইনালের পুনরাবৃত্তিই হলো সেমিফাইনালে। 

প্রথম লেগে স্পারদের ঘরে ১-০ গোলে হারে চেলসি। তবে ফিরতি লেগে শুক্রবার (২৫ জানুয়ারি) নিজেদের মাঠে ২-১ গোলে জেতে তারা।

। কিন্তু দুই লেগ মিলিয়ে ২-২ গোলে শেষ হওয়ায় টাইব্রেকারে গড়ায় ম্যাচ। আর সেখানেই ৪-২ গোলে জয় পায় মাউরিসিও সারির দল।

২৭ মিনিটেই এন’গোলে কাঁতের গোলে এগিয়ে যায় ব্লুজরা। প্রথমার্ধের বিরতির ৭ মিনিট আগে ইডেন হ্যাজার্ড গোল করে এই ব্যবধান করেন।  

অন্যদিকে স্পারদের হ্যারি কেইন, ডেলে আলী ও সন হিউং-মিন বিহীন আক্রমণভাগ ছিলো অনেকটাই ফিকে। তবে তাদের রক্ষাকর্তা হয়ে সামনে আসেন ফের্নান্দো লরেন্তে। বিরতি থেকে ফিরে, পঞ্চম মিনিটে ব্যবধান কমান তিনি।

ম্যাচ শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ালে ৪-২ গোলে মীমাংসা হয়। ২৪ ফেব্রুয়ারি লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ম্যানসিটি ও চেলসি।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
এমকেএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।