ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সিলেটে বিপিএল ফুটবল শুরু ৪ ফেব্রুয়ারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৯
সিলেটে বিপিএল ফুটবল শুরু ৪ ফেব্রুয়ারি বক্তব্য রাখছেন বাফুফের সদস্য, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম। ছবি: বাংলানিউজ

সিলেট: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবল আসর সিলেট পর্ব শুরু হচ্ছে সোমবার (৪ ফেব্রুয়ারি)। শেখ রাসেল ক্রীড়া চক্রের হোম ভেন্যু হিসেবে সিলেট জেলা স্টেডিয়াম ২৫ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বরাদ্দ দেওয়া হয়েছে।

১৩টি দলের অংশগ্রহণে আসরের প্রথম পর্বে শেখ রাসেল ক্রীড়া চক্রের হোম ভেন্যুর ৫টি খেলা সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
 
শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ক্রীড়া ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাফুফের সদস্য, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম।


 
লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৮-১৯ এর শেখ রাসেল ক্রীড়া চক্রের হোম ভেন্যুর খেলাসমূহ আগামী ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে সিলেট পর্বের উদ্বোধনী অনুষ্ঠান। প্রথম খেলায় শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ঢাকা।
 
মাহি উদ্দিন আহমদ বলেন, সিলেট আসরে প্রতি টিকিটের মূল্য ৩০ টাকা ধার্য করা হয়েছে। ২ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সিলেট জেলা স্টেডিয়ামের কাউন্টারে টিকিট পাওয়া যাচ্ছে।
 
টুর্নামেন্ট সম্প্রচারের লক্ষ্যে সিলেট ক্যাবল সিস্টেমস প্রাইভেট লিমিটেডের সব চ্যানেলে বিগত ১০ দিন ধরে সম্প্রচার হয়ে আসছে এবং বিগত দু’দিন ধরে প্রতিদিন তিনসেট মাইক দিয়ে সিলেট সিটি করপোরেশন এলাকাসহ শহরতলী এবং তৎসংলগ্ন উপজেলাসমূহে মাইকিং করা হচ্ছে।
 
টুর্নামেন্ট সফলে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন মাহি উদ্দিন সেলিম। টুর্নামেন্ট দর্শকপূর্ণ করে তুলতে সাংবাদিকদের সহযোগিতার বিকল্প নেই বলেও যোগ করেন তিনি।
 
সেলিম জানান, আগামী ৪ ফেব্রুয়ারির পর প্রথম পর্বের আরো ৪টি খেলা অনুষ্ঠিত হবে সিলেট স্টেডিয়ামে। পরবর্তী খেলাগুলোতে ১৩ ফেব্রুয়ারি শেখ রাসেল ক্রীড়া চক্র মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে, ২২ ফেব্রুয়ারি শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিপক্ষ আবাহনী লিমিটেড ঢাকা, ২৮ ফেব্রুয়ারি শেখ রাসেল ক্রীড়া চক্র মুখোমুখি হবে নফেল স্পোর্টিং ক্লাবের এবং ৭ এপ্রিলে শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিপক্ষ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বাকি সাতটি ম্যাচের ফিকচার পরে দেওয়া হবে।
 
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বিজিত চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সহ-সভাপতি এম এ সাত্তার, সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মঈন উদ্দিন আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন, ১ম বিভাগ ফুটবল লীগ কমিটির সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক গোলাম জাবির চৌধুরী জাবু, বাফুফের প্রতিনিধি সাহেদুল ইসলাম লিমন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।