ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

রাশফোর্ডের গোলে লেস্টারকে হারালো ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
রাশফোর্ডের গোলে লেস্টারকে হারালো ম্যানইউ রাশফোর্ডের গোলেই লেস্টারকে হারিয়েছে ম্যানইউ-ছবি: সংগৃহীত

ইংলিশ স্ট্রাইকার মার্কাস রাশফোর্ডের একমাত্র গোলে রোববার (৩ ফেব্রুয়ারি) রাতে লেস্টার সিটিকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিগে বিগত ৮ ম্যাচে এটা ম্যানইউয়ের সপ্তম জয়, যা তাদের পয়েন্ট টেবিলের পাঁচে তুলে এনেছে।

‘রেড ডেভিল’দের হয়ে নিজের ১০০তম ম্যাচে গোলের দেখা পেয়েছেন রাশফোর্ড। ম্যাচের ৯ম মিনিটে ফরাসি মিডফিল্ডার পল পগবার ভাসিয়ে দেওয়া পাস নিয়ন্ত্রণে নিয়ে লক্ষ্যভেদ করেন তিনি।

রাশফোর্ড আর পগবা, দুজনেই হোসে মরিনহোর অধীনে নিজেদের হারিয়ে খুঁজছিলেন। কিন্তু ডিসেম্বরে মরিনহোর বিদায়ের পর থেকে ভারপ্রাপ্ত কোচ সোলসকায়েরের অধীনে এরইমধ্যে দুজনে মিলে ১২ গোল করে ফেলেছেন।

চেলসির চেয়ে ৪ পয়েন্ট পেছনে থেকে পাঁচে উঠে এসেছে ইউনাইটেড। চলতি মৌসুমের প্রথম সপ্তাহের পর থেকে এটাই ২০বারের চ্যাম্পিয়নদের সেরা অবস্থান। আর চলতি মৌসুমে ঘরের মাঠে মাত্র চার ম্যাচ জেতা লেস্টার সিটি ১১ নম্বরেই পড়ে রইলো।

বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।