ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

জুভেন্টাসকে জয়ে ফেরালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
জুভেন্টাসকে জয়ে ফেরালেন রোনালদো

ইতালিয়ান লিগ ‘সিরি আ’য় জুভেন্টাসকে জয়ের ধারায় ফেরালেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা নিজে গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে গোল করিয়ে সাসুয়োলোর বিপক্ষে এনে দিয়েছেন ৩-০ গোলের জয়।

রোববার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলে সোসুয়োলোর মাঠে শুরু হওয়া এ খেলার ২৩তম মিনিটেই এগিয়ে যায় জুভেন্টাস। ডি-বক্সের মুখে রোনালদোর নেওয়া জোরালো শট রুখে দিলে ফিরে আসা বল অনায়াসে জালে পাঠান জার্মান মিডফিল্ডার স্যামি খেদিরা।

মাঝে দু’দলই কয়েক দফা আক্রমণ পাল্টা আক্রমণের পর ৭০তম মিনিটে ফের গোল উদযাপনে মাতে জুভেন্টাস। এবার গোল করেন রোনালদো। মিরালেম পিয়ানিচের নেওয়া কর্নার কিক থেকে হেডে গোলটি করেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।  

আর ৮৬তম মিনিটে দলের তৃতীয় গোলটি আসে রোনালদোর পাসে এমরে কানের নেওয়া কোনাকুনি শটে।

সিরি আ’র বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। গত সপ্তাহে পার্মার বিপক্ষে ঘরের এগিয়ে গিয়েও শেষে ৩-৩ গোলে ড্র করে টানা সাতবারের লিগ শিরোপা জয়ীরা।

লিগ মিশনে ৬৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আলেগ্রির দল। নাপোলির অবস্থান দ্বিতীয়, তাদের পয়েন্ট ৫২। আর ৪৩ পয়েন্ট নিয়ে ইন্টার মিলান আছে তৃতীয় স্থানে।

বাংলাদেশ সময়: ০৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।