ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

কম্বোডিয়া যাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
কম্বোডিয়া যাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল বাংলাদেশ জাতীয় দল/ফাইল ছবি

দীর্ঘ ৫ মাস পর আবারও আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এবার তাদের প্রতিপক্ষ কম্বোডিয়া।

অাগামী ৯ মার্চ কম্বোডিয়ার সঙ্গে তাদের মাটিতে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ। বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।


 
প্রিমিয়ার লিগ চলায় এখন জাতীয় দলের অনুশীলন ক্যাম্প করা সম্ভব হচ্ছে না। ফলে ৫ মার্চ প্রিমিয়ার লিগের দশম রাউন্ড শেষে বাংলাদেশ দল কম্বোডিয়া যাবে।
 
এদিকে বঙ্গমাতা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের জন্য সংযুক্ত আরব আমিরাতকে চূড়ান্ত করেছে বাফুফে। বাকি দলগুলোও ঠিক হয়ে যাবে। বাংলানিউজকে আবু নাঈম সোহাগ জানিয়েছে ‘আমরা ৭-৮টি দলকে আমন্ত্রণপত্র পাঠিয়েছি। আগামী ১০ দিনের মধ্যে অংশগ্রহণকারী দল চূড়ান্ত করা হবে। ’
 
বাংলাদেশ সময়: ২০৩০ ঘন্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।