ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ইতিহাস গড়ে ম্যানইউকে হারালো পিএসজি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
ইতিহাস গড়ে ম্যানইউকে হারালো পিএসজি ইতিহাস গড়ে ম্যানইউকে হারালো পিএসজি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের নকআউট পর্বে রাউন্ড অব সিক্সটিনের মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাতে মুখোমুখি হয় দুই ইউরোপিয়ান জায়ান্ট ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও ফরাসি জায়ান্ট পিএসজি। কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে এটাই দুই দলের প্রথম লড়াই ছিল। তবে রেকর্ড কথা বলছিল ম্যানউই হয়েই।

ইউরোপিয়ান প্রতিযোগিতায় কোনো ফরাসি ক্লাবই ম্যানউইকে তাদের মাটিতে কখনোই হারাতে পারেনি। চ্যাম্পিয়নস লিগে ম্যানউই’র মাঠ ওল্ড ট্রাফোর্ডে পরাজয় এড়িয়েছিল দু’টি ফরাসি ক্লাব।

১৯৯৮ মোনাকো আর ২০০৫ সালে লিলে ড্র করেছিল রেড ডেভিললদের সঙ্গে।

তবে ফুটবলের এই পরিসংখ্যান বেশি দূর এগোতে দেয় নি পিএসজি। রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনলের পথে একধাপ এগিয়ে গেছে প্যারিস-সেন্ট-জার্মেইন। এটা ইতিহাসে প্রথমবারের মতো ম্যানইউ’র বিপক্ষে কোনো ফরাসি ক্লাবের জয়।

ওল্ড ট্রাফোর্ডে মাচের শুরু থেকেই সমান আধিপত্য দেখায় দুই দলই। ৬ মিনিটের মাথায় মার্কো ভেরত্তির বাড়নোর বলটাকে ঠিক মতো কাজে লাগাতে পারেনি পিএসজির আর্জেন্টাইন তারকা ডি মারিয়া। এর দুই মিনিট বাদেই সুযোগ পেয়েছিল ম্যানইউ। ডান সাইডে অ্যাশলে ইয়ংয়ের বাড়ানো বলে রাশফোর্ডের শর্ট ফিরিয়ে দেন পিএসজি গোলরক্ষক বুফন।

তবে প্রথমার্ধের গোলের সেরা সুযোগ পেয়েছিল পিএসজি। ২৮ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন কিলিয়ান এমবাপ্পে। প্রথমার্ধে বলার মতো আর কোনো দলই গোলে সুযোগ তৈরি করতে পারেনি।

বিরতির পর আক্রমণের ধার বাড়িয়ে দেয় অতিথি দলটি। তাই সাফল্য পেতেও সময় নেয়নি ফরাসি জায়ান্টরা। ৫৩ মিনিটে কর্নার থেকে ডি মারিয়ার বাড়িয়ে দেওয়া বল ফাঁকায় দাড়িয়ে থাকা প্রেসনেল কিমপেমবের পা ছুঁয়ে জালে জড়ালে ১-০ গোলে এগিয়ে যায় পিএসজি। লিড পেয়ে আক্রমণের ধার বাড়িয়ে দেয় টিউসেলের শিষ্যরা। ৬০ মিনিটে ডি মারিয়ার বাড়ানো বল ম্যানইউ জালে জড়ান এমবাপ্পে। রেড ডেভিলসের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে যায় পিএসজি। ৬৩ মিনিটে লিড বাড়ানোর সুযোগ পেয়েছিল অতিথি দলটি। এমবাপ্পে সেই প্রচেষ্টা  রুখে দেন ম্যানইউ গোলরক্ষক ডেভিড ডি গিয়া।

এরপর আর ম্যাচেই ফিরতে পারেনি ম্যানইউ। উল্টো ম্যাচের ৮৮ মিনিটে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যানইউ’র ফরাসি তারকা পল পগবা। শেষ পর্যন্ত নেইমার-কাভানিকে ছাড়াই ২-০ গোলের জয় পায় পিএসজি। ২০১৬ সালের পর কোন ইংলিশ ক্লাবের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ জিতলো  টমাস টুখেলের শিষ্যরা।   আগামী ৬ মার্চ দ্বিতীয় লেগে মুখোমুখি হবে ম্যানইউ ও পিএসজি।

রাউন্ড অব সিক্সটিনের আরেক ম্যাচে নিকোলোস জানিওলোর জোড়া গোলে এফসি পোর্তোকে ২-১ গোলে হারিয়েছে এএস রোমা।

বাংলাদেশ সময়: ০৪৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
আরএআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।