ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

৮ গোলের রোমাঞ্চে বার্সার জয়রথ থামালো ভিয়ারিয়াল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৯
৮ গোলের রোমাঞ্চে বার্সার জয়রথ থামালো ভিয়ারিয়াল বার্সেলোনার খেলোয়াড়দের উল্লাস। ছবি: সংগৃহীত

স্প্যানিশ ফুটবল লিগে অনেকটাই ছন্দে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। লিগের ১৭ নম্বর দল ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচটাকে হালকাভাবে নিয়েছিল কাতালানরা। তাই অ্যাওয়ে ম্যাচে নিয়মিত অধিনায়ক লিওনেল মেসিকে সাইড বেঞ্চে রেখেই একাদশ সাজানোর সাহস দেখান কোচ ভালভার্দে। 

মঙ্গলবার (২ এপ্রিল) দিনগত রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে হারতে হারতেও শেষ পর্যন্ত ম্যাচটা ৪-৪ গোলে ড্র করে বার্সেলোনা। ফলে লা লিগায় টানা ৬ ম্যাচ জয়ের পর পয়েন্ট হারাতে হলো কাতালান জায়ান্টদের।

স্তাদিও লা সিরামিকা স্টেডিয়ামে ম্যাচের দুই মিনিটের মাথায় লুইস সুয়ারেজের শট ফিরিয়ে দেন ভিয়ারিয়াল গোলরক্ষক। সপ্তম মিনিটে ভিয়ারিয়ালের ইবোরার শট ফিরিয়ে দেন বার্সা গোলরক্ষক।

তবে ১২তম মিনিটে আর বার্সাকে আর আটকে রাখতে পারেনি ভিয়ারিয়াল। ডান পাশ দিয়ে দ্রুতগতিতে বল নিয়ে পেনাল্টি ডি-বক্সে ঢ়ুকে যান ম্যালকম। এরপর আস্তে করে বল গোলমুখে বাড়িয়ে দিলে আলতো টোকা দিয়ে গোল করেন ফিলিপ কৌতিনহো।

১৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে কাতালানরা। আর্তুরো ভিদালের ক্রস থেকে হেড দিয়ে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে দেন ম্যালকম।

তবে ব্যবধান কমাতে সময় নেয় স্বাগতিক ভিয়ারিয়াল। সতীর্থের বাড়ানো বল নিয়ে পেনাল্টি ডি-বক্সে ঢোকেন স্যামুয়েল। প্রথমবার শট নিলে তা গোলপোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল বাম পায়ের কোনাকুনি শটে জালে পাঠান স্যামুয়েল।

প্রথমার্ধে লিড ধরে রাখে বার্সা। বিরতির পর ৫০ মিনিটে সমতায় ফেরে ভিয়ারিয়াল। সাইড লাইন থেকে বল দ্রুতগতিতে টেনে পেনাল্টি ডি-বক্সের ডান কোনায় নিয়ে আসেন এবং শট করেন। বার্সা গোলরক্ষক বেশি এগিয়ে থাকায় ঠেকানোর কোনো সুযোগ পাননি। গোলরক্ষক ও গোলপোস্টের মাঝ দিয়ে বল জালে চলে যায়। ২-২ গোলে সমতায় ম্যাচ।

উপায় না দেখে শেষ পর্যন্ত ম্যাচের ৬১ মিনিটে কৌতিনহোর পরিবর্তে মেসিকে মাঠে নামান কোচ ভালভার্দে। কিন্তু পরের মিনিটেই গোল হজম করে বার্সা। ইবোরার দারুণ এক গোলে বার্সার বিপক্ষে ৩-২ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

৮০ মিনিটে বিপদ আরো বাড়ে। গোলরক্ষক টার স্টেগানকে একা পেয়ে গোল করতে ভুল করেনি কার্লোস বাক্কা। বার্সেলোনার বিপক্ষে ৪-২ গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল।

৮৬ মিনিটে ভিয়ারিয়ালের আলভারো সুয়ারেজকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।

ম্যাচের ৯০ মিনিটে ফ্রি-কিক পায় বার্সেলোনা। লিওনেল মেসির জাদু মাখানো সেই ফ্রি-কিক ঠেকাতে ব্যর্থ হন ভিয়ারিয়ালের গোলরক্ষক। ৪-৩ গোলে ব্যবধান কমিয়ে ম্যাচটাকে নাগালের মধ্যে নিয়ে আসে বার্সা। এটি মেসির ৩২তম লিগ গোল আর ছয় নম্বর ফ্রি-কিক গোল।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কর্নার থেকে বল ক্লিয়ার করতে গিয়ে ফাঁকায় দাঁড়িয়ে থাকা সুয়ারেজের কাছে বল এলে জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি। ৪-৪ গোলে ড্র নিয়ে শেষ পর্যন্ত মাঠ ছাড়ে বার্সেলোনা।

এ ড্রয়ের ফলে ৩০ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে ভালভার্দের শিষ্যরা। জিরোনাকে ২-০ গোলে হারিয়ে ৩০ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ০৫২৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৯
আরএআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।