ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফুটবল

শিরোপার আরও কাছে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৯
শিরোপার আরও কাছে জুভেন্টাস ছবি: সংগৃহীত

এসি মিলানকে ২-০ গোলে হারিয়ে ইতালিয়ান সিরিআ লিগে শিরোপার আরও কাছে পৌঁছে গেল জুভেন্টাস। জেনোয়ার বিপক্ষে দ্বিতীয়স্থানে থাকা নাপোলি হারলেই টানা অষ্টমবারের মতো ট্রফি ঘরে তুলবে দেশটির সফল এই ক্লাব।

ঘরের মাঠ জুভেন্টাস স্টেডিয়ামে অবশ্য প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল স্বাগতিকরা। ৩৯ মিনিটে মিলানের পিওনতেক গোলটি করেন।

তবে দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে পাওলো দিবালা ও ৮৪ মিনিটে মইসো কিন গোল করে দলকে জেতান। ক্রিস্টিয়ানো রোনালদোর ইনজুরিতে টানা দুই ম্যাচে নামা কিন দুটি ম্যাচেই গোল করলেন।

এর আগে গত নভেম্বরে লিগের প্রথম পর্বে মিলানের মাঠে ২-০ গোলে জিতেছিল লিগে গত সাতবারের চ্যাম্পিয়নরা।

লিগে ৩১ ম্যাচে ২৭ জয় ও তিন ড্রয়ে শীর্ষে থাকা জুভেন্টাসের পয়েন্ট ৮৪। ২১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা নাপোলি।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, ০৭ এপ্রিল, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।