ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

জুভেন্টাসের শিরোপা অপেক্ষা বাড়ালো স্পাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
জুভেন্টাসের শিরোপা অপেক্ষা বাড়ালো স্পাল জুভেন্টাসের হার। ছবি: সংগৃহীত

স্পালের বিপক্ষে হার এড়াতে পারলেই জুভেন্টাসের হাতে উঠে যেতো লিগ শিরোপা। কিন্তু তা আর হলো না। তাই শিরোপার জন্য জুভেন্টাসকে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। কারণ স্পালের মাঠ থেকে হেরে ফিরেছে যুভিরা।

মইজে কেনের নৈপুণ্যে এগিয়ে গিয়েও পারেনি রোনালদোবিহীন জুভেন্টাস। ২-১ গোলের হার নিয়েই ফিরেছে দলটি।

রোনালদো ছাড়াও দলে ছিলেন না মারিও মানজুকিচ ও সাজান আল্লেগ্রিও। এদের অভাব পুরো ম্যাচেই দেখা গেছে। তবে ম্যাচের বেশিরভাগ সময় বল জুভেন্টাসের দখলেই ছিলো।

প্রথমার্ধের ৩০ মিনিটে কেনের গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে দুই গোল খেয়ে হেরে বসে জুভেন্টাস।  

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।