ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

বঙ্গমাতা গোল্ডকাপে বাংলাদেশের শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
বঙ্গমাতা গোল্ডকাপে বাংলাদেশের শুভ সূচনা বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ দল

অনূর্ধ্ব-১৯ বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শুভ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। উদ্বোধনী ম্যাচে আরব আমিরাতকে ২-০ গোলে হারায় গোলাম রব্বনী ছোটনের শিষ্যরা।

সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় ছয় জাতি টুর্নামেন্টের প্রথম ম্যাচে গ্রুপ ‘বি’ থেকে আরব আমিরাতের মুখোমুখি হয় স্বাগতিক বাংলাদেশ।

এদিন প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

১৩ মিনিটে আঁখি খাতুনের লম্বা পাসে ধরে সিরাত জাহান স্বপ্নার গোলে লিড পায় স্বাগতিকরা। আর ৩১ মিনিটে মারিয়ার কর্নার থেকে হেডের মাধ্যমে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রানী সরকার। দ্বিতীয়ার্ধে আরও বেশ কয়েকটি সুযোগ পেলেও গোল আদায় করে নিতে না পারায় ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ছোটনের শিষ্যরা।

আগামী ২৬ এপ্রিল কিরগিজস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে লাল-সবুজের তারকারা।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।