ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

কিরগিজস্তানকে উড়িয়ে ফাইনালে লাওস

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
কিরগিজস্তানকে উড়িয়ে ফাইনালে লাওস ছবি: শোয়েব মিথুন

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ ইন্টারন্যাশনাল গোল্ড কাপের প্রথম আসরেই ফাইনালে উঠার স্বাদ পেলো লাওস। সেমিফাইনালে কিরগিজস্তানকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে পূর্ব এশিয়ার দেশটি।

সোমবার (২৯ এপ্রিল) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের একাদশ মিনিটেই পে’র গোলে এগিয়ে যায় লাওস। ২২তম মিনিটে ব্যবধান দিগুণ করা গোলটিও আসে এই মিডফিল্ডারের পা থেকেই।

টানা ২ গোল হজম করে অবশ্য ঘুরে দাঁড়ায় কিরগিজস্তান। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান কমানো গোলটি করেন আসকারোভা। কিন্তু দ্বিতীয়ার্ধে তাদের সব প্রতিরোধ ভেস্তে দিয়ে একের পর এক গোল করে লাওসের মেয়েরা। হ্যাটট্রিক করেন পে।

ছবি: শোয়েব মিথুনআগামী মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে মঙ্গোলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। আর এই ম্যাচের জয়ী দল আগামী শুক্রবার অনুষ্ঠেয় ফাইনালে লাওসের মোকাবেলা করবে।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।