ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

মোঁপেলিয়ের সঙ্গেও পারলেন না নেইমাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, মে ১, ২০১৯
মোঁপেলিয়ের সঙ্গেও পারলেন না নেইমাররা মোঁপেলিয়ের সঙ্গেও পারলেন না নেইমাররা

ফরাসি লিগ ওয়ানের শিরোপা আগেই ঘরে তুলেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিসজি)। কিন্তু তবে লিগ কাপের শিরোপা খোয়ানোর পর এবার পয়েন্ট টেবিলের পাঁচে থাকা মোঁপেলিয়ের কাছেও হেরে গেছেন নেইমাররা।  

লিগের একদম শেষে এসে ৩০ পয়েন্ট পেছনে থাকা মোঁপেলিয়ের কাছে চ্যাম্পিয়নরা হেরে গেছে ৩-২ গোলে। এই নিয়ে লিগে সর্বশেষ ৪ ম্যাচের তিনটিতেই হার দেখলো প্যারিসের ক্লাবটি।

 

এর আগে শনিবার লিগ কাপের ফাইনালে শুরুতে ২ গোলে এগিয়ে থেকেও শেষে পেনাল্টি শুট আউটে রেনে’র কাছে হেরে গিয়েছিল পিএসজি। তবে মোঁপেলিয়ের কাছে হেরে গেলেও গত মাসে শিরোপা নিশ্চিত করা পিএসজি দ্বিতীয় স্থানে থাকা লিলে’র চেয়ে ১৬ পয়েন্ট এগিয়ে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে প্রথমার্ধে ১টি করে গোলের দেখা পায় দু’দল। ২টি গোলই আত্মঘাতী। দ্বিতীয়ার্ধে মার্কোনিয়োসের কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে করা আনহেল দি মারিয়ার গোলে এগিয়ে গিয়েছিল পিএসজি। কিন্তু শেষ দিকে অ্যান্ডি ডেলোর্ট ও সুলেয়মানে কামারা’র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মোঁপেলিয়ে।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, মে ০২, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।