ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

নিজেদের মাঠে শেখ রাসেলের ‘ম্যাজিক’ জয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, মে ১০, ২০১৯
নিজেদের মাঠে শেখ রাসেলের ‘ম্যাজিক’ জয় শেখ রাসেলের ম্যাজিক জয়। ছবি: বাংলানিউজ

সিলেট: পিছিয়ে পড়েও ‘ম্যাজিক’ জয় তুলে নিল শেখ রাসেল ক্রীড়া চক্র। নাইজেরিয়ান রাপায়েল অয়দিন ত্রাতা হয়ে জোড়া গোল করায় নিজেদের হোম ভেন্যু হারের মুখ দেখতে হয়নি শেখ রাসেল ক্রীড়া চক্রকে। ফলে ‘ম্যাজিক’ জয়ে শেষ হাসি ছিল শেখ রাসেলের মুখেই। 

বৃহস্পতিবার  (০৯ মে) রাতের খেলায় আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে পড়লেও শেষ মুহূর্তে ২-১ গোলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন স্বাগতিকরা।

তবে  ম্যাচে দু’দলই বেশ কয়েকটি সুযোগ হারিয়েছে।

একাধিক গোলের সুযোগ হারানোর ম্যাচ রূপ নিতে পারতো অন্য দিকে। তবে সুযোগ হারানোর ম্যাচেও শেষ মুহুর্তের গোলে জয় পেলো শেখ রাসেল।

প্রথমার্ধের শেষ দিকে ৪০ মিনিটের সময় আরামবাগকে লিড এনে দেন জাহিদ হাসান। তার গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আরামবাগ।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে ম্যাচের শেষ পর্যন্ত টেনশনে ছিল শেখ রাসেলের খেলোয়াড়দের। পিছিয়ে পড়া শেখ রাসেল প্রতিপক্ষের জালে দুই গোল দেয় শেষ সময়েই।

নাইজেরিয়ান রাপায়েল অয়দিনের জোড়া গোলে দলটি শুধু হার এড়ায়নি, পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে। দ্বিতীয়ার্ধের ৪০তম মিনিটে এই নাইজেরিয়ান নিজের প্রথম গোলটি করেন।
 
দ্বিতীয় গোল পেতেও তাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। মিনিট পাঁচেক পরেই আরামবাগের কফিনে শেষ পেরেক ঠুকে দেন তিনি। এর প্রেক্ষিতে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, মে ০৯, ২০১৯
এনইউ/এমএ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।