ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

১১ ম্যাচ পর জয়ের স্বাদ পেলো মোহামেডান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, মে ১১, ২০১৯
১১ ম্যাচ পর জয়ের স্বাদ পেলো মোহামেডান জয় পেয়েছে মোহামেডান/ফাইল ফটো

নোয়াখালী: বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে টিম বিজেএমসিকে হারিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। এরপর টানা ১১ ম্যাচ জয়শুন্য থাকার পর অবশেষে সেই বিজেএমসিকে ২-১ গোলে হারিয়েই জয়ের স্বাদ পেলো ঐতিহ্যবাহী দলটি। গত জানুয়ারিতে তারা ঠিক একই ব্যবধানে জিতে লিগ শুরু করেছিল।

শুক্রবার (১০ মে) নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটেই মোহামেডানের গোলরক্ষকের ওপর দিয়ে নিখুঁত ফিনিশিং টেনে দলকে বিজেএমসিকে এগিয়ে দেন উজবেকিস্তানের মিডফিল্ডার ওতাবেক।

গোল খেয়ে খেলায় ফিরতে মরিয়া মোহামেডান সমতায় ফেরে জাপানের মিডফিল্ডার উরিয়ু নাগাতার স্পট কিকে।

১৯তম মিনিটে মালির ফরোয়ার্ড সুলেইমানে দিয়াবাতে বল নিয়ে ডি-বক্সের ভেতরে ঢুকলে বিজেএমসির গোলরক্ষক তাকে ফেলে দেন।  রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পট কিকে লক্ষ্যভেদ করেন নাগাতা।

৬১তম মিনিটে গালিব নেওয়াজের বাড়ানো বল নিয়ে বিজেএমসির ডি-বক্সের ভেতরে ঢুকে বল মোহামেডানের গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে দেন দিয়াবাতে।

গোল খাওয়ার মিনিট দুয়েক পরেই বিজেএমসির ওতাবেকের ফ্রি কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৮৬ মিনিটের মোহামেডানের রাব্বিও একটি সহজ সুযোগ মিস করেন।

এই জয়ে ১৩ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে আছে মোহামেডান। এখনও রেলিগেশন অঞ্চল চোখ রাঙাচ্ছে তাদের। অন্যদিকে মাত্র ৪ পয়েন্ট নিতে একদম তলানিতে অবস্থান করছে বিজেএমসি।

জয়ের দেখা পেয়েছে সাইফ স্পোর্টিং-ছবি: শোয়েব মিথুনদিনের আরেক ম্যাচে রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ১২তম মিনিটেই ইয়াসির আরাফাতের পাস থেকে গোল করে সাইফকে এগিয়ে দেন কলম্বিয়ান মিডফিল্ডার দেইনের কর্দোভা। দুই মিনিট বাদে ব্যবধান দ্বিগুণ করেন সাইফের জামাল ভুঁইয়া। দ্বিতীয়ার্ধে এক গোল করে ব্যবধান কমান রহমতগঞ্জের মিডফিল্ডার এনামুল ইসলাম।

এই জয়ে ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে জায়গা আরও পাকাপোক্ত করলো সাইফ স্পোর্টিং। আর নবম স্থানে থাকা রহমতগঞ্জের পয়েন্ট ১৩ ম্যাচে ১৩।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, মে ১০, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।