ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

জুভেন্টাস ছাড়ছেন কোচ অ্যালেগ্রি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, মে ১৮, ২০১৯
জুভেন্টাস ছাড়ছেন কোচ অ্যালেগ্রি জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি-সংগৃহীত

চলতি মৌসুম শেষে জুভেন্টাস ছাড়ছেন কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। ৫১ বছর বয়সী ইতালিয়ান কোচ তুরিনের বুড়িদের হয়ে শেষবারের মতো ডাগআউটে দাঁড়াবেন ২৬ মে, সাম্পোদোরিয়ার বিপক্ষে। 

২০১৮-১৯ মৌসুমে জুভেন্টাসকে সিরি আ’র শিরোপা জিতিয়েছেন অ্যালেগ্রি। ২০১৪ সালে এসি মিলান থেকে তুরিনে আসার পর টানা পাঁচটি সিরি আ জিতেছেন তিনি।

কিন্তু ঘরোয়া লিগে সফল হলেও চ্যাম্পিয়নস লিগে বারবার ব্যর্থ হয়েছেন অ্যালেগ্রি।  

চলতি মৌসুমে জুভরা কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছে ডাচ ক্লাব আয়াক্সের বিপক্ষে হেরে। অথচ চ্যাম্পিয়নস লিগের শিরোপা খরা কাটাতে তারা রিয়াল মাদ্রিদ থেকে গত জানুয়ারিতে ৯৯.২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে নিয়ে এসেছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে।

লিগে টানা অষ্টম সিরি’এ চ্যাম্পিয়ন জুভেন্টাস বাকি দুই ম্যাচ খেলবে আটালান্টা ও সাম্পোদোরিয়ার বিপক্ষে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘন্টা, মে ১৭, ২০১৯
ইউবি   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।