ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

জোড়া গোলে মেসির সঙ্গে ব্যবধান কমালেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, মে ১৯, ২০১৯
জোড়া গোলে মেসির সঙ্গে ব্যবধান কমালেন এমবাপ্পে কিলিয়ান এমবাপ্পে-ছবি: সংগৃহীত

লা লিগায় ৩৪ গোল নিয়ে ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে গোল্ডেন শু জয়ের দৌড়ে এগিয়ে রয়েছেন লিওনেল মেসি। তবে খুব দূরে নেই কিলিয়ান এমবাপ্পে। ৩২ গোল নিয়ে বার্সেলোনা অধিনায়কের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন এই পিএসজি তারকা।

লিগ ওয়ানে ডিজনের বিপক্ষে প্যারিস সেন্ট জার্মেইর ৪-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন এই ফরাসি সেনসেশন।

শনিবার ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে ম্যাচের তৃতীয় মিনিটে অ্যাঙ্গেল ডি মারিয়া গোলের শুরু করেন।

পরের মিনিটেই এডিনসন কাভানি ব্যবধান দ্বিগুণ করেন। আর কাপ ডি ফ্রান্সের ফাইনালে লাল কার্ড দেখে তিন ম্যাচ নিষিদ্ধ এমবাপ্পে ফিরেই জোড়া গোল পূর্ণ করেন ৩৬ ও ৫৬ মিনিটে।

ইতোমধ্যেই লিগে চ্যাম্পিয়নের মুকুট পরা পিএসজি ৩৭ ম্যাচে ২৯ জয় ও চার ড্রয়ে ৯১ পয়েন্ট সংগ্রহ করলো। দ্বিতীয় স্থানে থাকা লিলের পয়েন্ট হলো ৭৫।

বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, মে ১৯, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।