ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

সাবেক বান্ধবীর মামলায় ম্যারাডোনা গ্রেফতার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, মে ২৪, ২০১৯
সাবেক বান্ধবীর মামলায় ম্যারাডোনা গ্রেফতার গ্রেফতার ম্যারাডোনা

বিতর্ক আর ম্যারাডোনা যেন সমর্থক শব্দ। সর্বশেষ সাবেক বান্ধবীর করা মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার হয়ে খবরের শিরোনাম হলেন এ আর্জেন্টাইন কিংবদন্তি। এমনটি নিশ্চিত করেছে ফক্স স্পোর্টস।

আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, মেক্সিকো থেকে ফেরার পর দেশটির রাজধানী বুয়েন্স এইরেসে আটক করা হয় ম্যারাডোনাকে।

জানা যায়, অর্থনৈতিক ক্ষতিপূরণ হিসেবে ম্যারাডোর বিরুদ্ধে ৯ মিলিয়ন ডলারের মামলা ঠুকে দেন তার সাবেক বান্ধবী রোসিও অলিভা।

এর আগে ৬ বছরের সম্পর্ক শেষে গত বছরের ডিসেম্বরে আলাদা হয়ে যান তারা।

স্যান মিগুয়েলের পারিবারিক আদালতে ম্যারাডোনার বিপক্ষে এ মামলা লড়বেন অলিভা।

তবে কর্তৃপক্ষ ১৯৮৬ বিশ্বকাপ জয়ীকে গ্রেফতারের পর আলাদাভাবে ডেকে নিয়ে আনুষ্ঠানিক নোটিশ দিয়েছে অলিভার মামলার ব্যাপারে এবং ১৩ জুন পরবর্তী শুনানির দিনক্ষণ ঠিক করেছে।

বাংলাদেশ সময়: ০৫১৯ ঘণ্টা, মে ২৪, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।