ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

ফুটবলের গৌরব ফিরিয়ে আনতে কাজ করছে বসুন্ধরা কিংস ফ্যানস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৮ ঘণ্টা, জুন ১, ২০১৯
ফুটবলের গৌরব ফিরিয়ে আনতে কাজ করছে বসুন্ধরা কিংস ফ্যানস বসুন্ধরা কিংস ফ্যানস বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিলে অতিথিরা। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করছে বসুন্ধরা কিংস ফ্যানস। একইসঙ্গে সাধারণ মানুষকে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে উৎসাহিত করছে ফুটবলভক্তদের এ প্লাটফর্ম।

শুক্রবার (৩১ মে) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বসুন্ধরা কিংস ফ্যানস বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা এ কথা বলেন।  

বসুন্ধরা কিংস ফ্যানস এর সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান, বাফুফে এর সেক্রেটারি আবু নাইম সোহাগ প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বসুন্ধরা কিংস ফ্যানস এর যুগ্ম-আহবায়ক জাফর হোসাইন। উপস্থাপনা করেন প্লাটফর্মটির সদস্য হাসান মাহমুদ।

বক্তারা বলেন, বসুন্ধরা কিংস ফ্যানস স্টেডিয়ামবিমুখ মানুষকে আবার স্টেডিয়ামমুখী করছে। তারা এখন দেশের ভেতরে ও বাইরে ভালো করছে। ফুটবল একসময় জনপ্রিয় খেলা ছিল, ক্রিকেট আসার পর এর জনপ্রিয়তায় ভাটা পড়ে। বসুন্ধরা কিংস ফ্যানস আবার তরুণদের মধ্যে ফুটবলপ্রেম জাগ্রত করতে পেরেছে।  

ইমরুল হাসান বলেন, দেশকে ভালোবেসে ও দেশের হারানো গৌরব ফিরিয়ে আনতে ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হবে। বসুন্ধরা কিংস তরুণদের মধ্যে সে উৎসাহ তৈরি করতে পেরেছে। আমাদের সবার দায়িত্ব ফুটবলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।

আবু নাইম সোহাগ বলেন, ক্রিকেট বিশ্বকাপ চলছে, এসময় ফুটবল নিয়ে এ ধরনের আলোচনা সভা ফুটবলের জয়জয়কারের প্রতিফলন। যে কোনো জিনিসের সমালোচনা থাকবে। তা গ্রহণ করার ক্ষমতা ও ধৈর্য থাকতে হবে। পাশাপাশি সমালোচনাও গঠনমূলক হতে হবে। আমরা আমাদের ফুটবলের হারানো গৌরব ফিরে পাচ্ছি। তরুণদের মধ্যে ফুটবলের আগ্রহ বাড়ছে। আর এ কাজটি করছে বসুন্ধরা কিংস ফ্যানস।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, মে ৩১, ২০১৯
জিসিজি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।