ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

২০২৩ এশিয়ান ফুটবলের আয়োজক চীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, জুন ৫, ২০১৯
২০২৩ এশিয়ান ফুটবলের আয়োজক চীন ...

২০২৩ সালে এশিয়ান ফুটবলের আয়োজনের দায়িত্ব পেয়েছে চীন। বিষয়টি নিশ্চিত করেছেন এশিয়ান ফুটবল কনফেডারেশন-এএফসি। এনিয়ে দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে চীন। এর আগে ২০০৪ সালে এশিয়ান কাপ ফুটবলের আযোজন করেছিল দেশটি।

গত মাসে দক্ষিণ কোরিয়া এই টুর্নামেন্ট আযোজনের দ্বায়িত্ব থেকে সড়ে দাঁড়ানোয় আয়োজক হিসেবে চীন মোটমুটি ভাবে নিশ্চিত হয়ে যায়। প্যারিসে অনুষ্ঠিত এএফসির কংগ্রেসে চীনকে ২০২৩ সালে এশিয়ান ফুটবলের আয়োজক হিসেবে ঘোষণা দেওয়া হয়।

চীনের প্রতিনিধি ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এশিয়ান কাপের আয়োজক হতে পারাটা সম্মানজনক। আমরা প্রস্তুত সফলভাবে টুর্নামেন্ট আয়োজন করতে। সবাইকে স্বাগত জানাতে মুখিয়ে আছি। ’

এশিয়ান কাপ ফুটবলে অনুষ্ঠিত ১২টি আসরের মধ্যে বাংলাদেশ শুধু মাত্র ১৯৮০ সালে একবার অংশ নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। এছাড়া ১৯৭৬ ও ১৯৯৬ সালে নাম প্রত্যহার করে নেয়। বাকি আসর গুলোতে বাছাইপর্বের বাঁধা পেরুতে পারেনি।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘন্টা, জুন ০৪, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।