ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

আপিলেও নিষেধাজ্ঞা বহাল নেইমারের 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
আপিলেও নিষেধাজ্ঞা বহাল নেইমারের  ব্রাজিলের পিএসজি ফরোয়ার্ড নেইমার: ছবি-সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে নেইমারের ওপর তিন ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রেখেছে উয়েফা। বিষয়টির বিরুদ্ধে আপিল করে তার ক্লাব প্যারিস সেন্ট জার্মেই। তবে পিএসজির করা আবেদন বাতিল করে দিয়েছে ক্লাব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

অবশ্য এখানেই থেমে যচ্ছে না পিএসজি। নেইমারের নিষেধাজ্ঞা বাতিলের জন্য ফরাসি ক্লাবটি দ্বারস্থ হচ্ছে ক্রীড়া বিষয়ক আন্তর্জাতিক আদালত সিএএস-এর (কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট) কাছে।

উয়েফা জানিয়েছে, ‘ম্যাচ কর্মকর্তাদের অপমানের’ জন্য নেইমারের বিরুদ্ধে আনা নিষেধাজ্ঞা বহাল রেখেছে আবেদন প্যানেল।  

২০১৮-১৯ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শেষ মুহূর্তে ‘বিতর্কিত’ পেনাল্টিতে ৩-১ গোলে হারে পিএসজি। দুই লেগের ব্যবধান ৩-৩ হলেও অ্যাওয়ে গোলের সুবাদে কোয়ার্টারে ফাইনালে ওঠে ইউনাইটেড।  

ম্যাচটিতে চোটের কারণে খেলতে পারেননি নেইমার। তবে দলকে হারতে দেখে স্টেডিয়ামে বসে ম্যাচ রেফারিকে অপমানসূচক কথা বলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ‘বিতর্কিত’ পেনাল্টি দেওয়ায় সহকারী রেফারির প্রতি ‘ফুটবল বুঝে না’ মন্তব্য করেন এই পিএসজি ফরোয়ার্ড।  

সামাজিক যোগাযোগমাধ্যমেও রেফারির প্রতি ঝাল মেটান নেইমার। বিষয়টি আমলে এনে ২৭ বছর বয়সী ফরোয়ার্ডকে চ্যাম্পিয়নস লিগে তিন ম্যাচ নিষিদ্ধ করে উয়েফা।  

যার কারণে ২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচ খেলতে পারবেন না নেইমার।  

এই নিষেধাজ্ঞার প্রেক্ষিতে সিএএস-এর কাছে আবেদনের জন্য ১০ দিন সময় পাচ্ছে নেইমার ও তার ক্লাব পিএসজি।  

বর্তমানে চোটের কারণে ঘরের মাটিতে কোপা আমেরিকা খেলা হচ্ছে না নেইমারের।  

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৯ 
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।