ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

উরুগুয়েকে রুখে দিলো জাপান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, জুন ২১, ২০১৯
উরুগুয়েকে রুখে দিলো জাপান ছবি: সংগৃহীত

নিঃসন্দেহে শক্তির দিক থেকে এগিয়ে উরুগুয়ে। কিন্তু সেই দলকেই রুখে দিলো জাপান। কোপা আমেরিকার ‘সি’ গ্রুপের শুক্রবারের (২১ জুন)  ভোরের ম্যাচটি ২-২ ড্রতে শেষ হলো।

ম্যাচের প্রথম থেকেই জাপানের উপর চাপ বজায় রাখলেও নিজেদের রক্ষণ খুব একটা ভালো সামলাতে পারেনি উরুগুয়ে। ম্যাচের ২৫ মিনিটেই প্রথম গোল হজম করে উরুগুয়ে।

জাপানের কোজি মিওশি জাপানের হয়ে গোলটি করেন।  

গোল পরিশোধে অবশ্য বেশি সময় নেয়নি উরুগুয়ে। ৩২তম মিনিটে তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজের পা থেকে আসে সমতা সূচক গোলটি। সমতায় থেকেই প্রথমার্থ শেশ করে দুই দল।

দ্বিতীয়তার্ধে ফিরে ৫৯তম মিনিটে আবারও এগিয়ে যায় জাপান। দলের দ্বিতীয় গোলটিও আসে মিওশির পা থেকেই। তবে ৬৬তম মিনিটে আবারও সমতায় ফেরে উরুগুয়ে। জস গিমেঞ্জ করেন এই গোলটি।

বাকিটা সময় আর কোনো দলই গোল না পাওয়ায় ২-২ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে। এক জয় ও এক ড্র নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে উরুগুয়ে। আর জাপানের অবস্থান তৃতীয়।

বাংলাদেশ সময়: ০৮৪৯ ঘণ্টা, জুন ২১, ২০১৯
এমকেএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।