ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

সানচেজের গোলে কোয়ার্টার-ফাইনালে চিলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, জুন ২২, ২০১৯
সানচেজের গোলে কোয়ার্টার-ফাইনালে চিলি ছবি: সংগৃহীত

ইকুয়েডরকে হারিয়ে সবার আগে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করলো চিলি। শনিবার (২২ জুন) সকালে ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

ব্রাজিলের সালভাদরের ম্যাচের অষ্টম মিনিটে হোসে ফুয়েনসালিদার দারুণ এক ভলিতে এগিয়ে যায় চিলি। যদিও ২৬তম মিনিটেই সমতায় ফেরে ইকুয়েডর।

এনের ভালেন্সিয়া পেনাল্টি থেকে পান এই গোলটি।

সমতায় থেকে বিরতিতে গেলেও ফিরেই আবার এগিয়ে যায় চিলি। দ্বিতীয়াধের শুরুর দিকেই ক্রস থেকে দক্ষতার সঙ্গে জালে বল পাঠান আলেক্সিস সানচেজ।

এর আগে, ইকুয়েডর নিজেদের প্রথম ম্যাচেও উরুগুয়ের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হারে।  

চিলি ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে। ৪ পয়েন্ট নিয়ে উরুগুয়ে দ্বিতীয় ও ১ পয়েন্ট নিয়ে জাপান তৃতীয় স্থানে আছে।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, জুন ২২, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।