ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

সাইফের কাছে শেখ রাসেলের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৯ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
সাইফের কাছে শেখ রাসেলের হার সাইফ স্পোর্টিং ক্লাবেরে বিপক্ষে হেরেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে সাইফ স্পোর্টিং ক্লাবেরে বিপক্ষে হেরেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচের প্রধমার্ধ গোলশূন্য ভাবে  শেষ হলেও শেষ পর্যন্ত  ৩-০ গোলেরে ব্যবধানে পরাজিত হয় শেখ রাসেল।

বিরতির পর ৫৩ মিনিটে সাইফকে লিড এনে দেন উজবেকিস্তানের স্ট্রাইকার ওতাবেক জকিরভ। ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন রহিম উদ্দিন।

পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করে শেখ রাসেল। কিন্তু ৭৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সাইফের জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আলেসান্দ্রো চেলিন।

এই পরাজয়ে ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে সমান ৩৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব।

বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
আরএআর/এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।