ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

এখনও নিজের সেরাটা দিতে পারিনি: মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
এখনও নিজের সেরাটা দিতে পারিনি: মেসি লিওনেল মেসি-ছবি:সংগৃহীত

কষ্ট করে হলেও শেষ পর্যন্ত কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। কিন্তু এখন পর্যন্ত সেভাবে খুঁজে পাওয়া যায়নি দলের সেরা তারকা লিওনেল মেসিকে। আর এমনটি মেনেও নিলেন তিনি। জানান, টুর্নামেন্টে সেরাটা এখনও দিতে পারেননি।

মেসি আরও জানান, আর্জেন্টিনার সেমিফাইনালে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু নিজের মানের খেলা এখনও খেলতে পারেননি।

কোয়ার্টার ফাইনালে আলবিসেলেস্তারা ভেনেজুলাকে ২-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে। একটি করে গোল করেন লাওতারো মার্তিনেজ ও জিওভানি লো সেলসো। যেখানে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে আগামী মঙ্গলবার স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে সেমিতে লড়বে লিওনেল স্কালোনির শিষ্যরা।

এই আসরে চার ম্যাচ খেলে মেসি মাত্র একটি গোলের দেখা পেয়েছেন। তবে গ্রুপ পর্বের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টি থেকে গোলটি আদায় করে নেন বার্সেলোনা অধিনায়ক।

 মেসি বলেন, ‘সত্যটা হলো এই যে, আমি যেটা আশা করেছিলাম, কোপা আমেরিকায় এখনও নিজের সেরাটা দিতে পারিনি। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা জিতেছি ও আসরে টিকে রয়েছি। ’

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।