ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

আরামবাগকে সহজেই হারালো আবাহনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৮ ঘণ্টা, জুলাই ৬, ২০১৯
আরামবাগকে সহজেই হারালো আবাহনী জয় পেয়েছে আবাহনী-ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আরামবাগ ক্রীড়া সংঘকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে লিগের ১৫তম জয় তুলে নিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। 

শুক্রবার (০৫ জুলাই) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবে। বিরতির পর শুরুতেই সাফল্যের দেখা পায় আবাহনী।

৪৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন সানডে চিজোবা। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে পড়ে আরামবাগ। তবে তাদের সব চেষ্টাই বিফলে গেছে।

ম্যাচের শেষ দিকে ব্যবধান বাড়ায় ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। ৮৬ মিনিটে আবাহনীর দ্বিতীয় গোলটি আসে জুয়েল রানার পা থেকে। এতেই ম্যাচ থেকে ছিটকে যায় আরামবাগ। ম্যাচের অন্তিম মুহূর্তে ফয়সাল আহমেদ গোল করলে ৩-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।

এই জয়ে ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে আরামবাগ।

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।