ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

বাল্যবিয়ে প্রতিরোধে ভোলায় ফুটবল টুর্নামেন্ট 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, জুলাই ৮, ২০১৯
বাল্যবিয়ে প্রতিরোধে ভোলায় ফুটবল টুর্নামেন্ট  ছবি: বাংলানিউজ

ভোলা: বাল্যবিয়ে প্রতিরোধে ভোলায় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৭ জুলাই) বিকেলে জেলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. ফয়ছেল।

কিশোর-কিশোরী ক্লাবের অংশগ্রহণে কোস্ট ট্রাস্ট সমন্বিত শিশুবিবাহ প্রতিরোধ কার্যক্রম (আইইসিএম) আওতায় এ খেলার আয়োজন করা হয়।

টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিল জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

ইউনিয়ন ভিত্তিক ফুটবল টুর্নামেন্টে পূর্ব ইলিশা ও শিবপুর ইউনিয়ন একাদশ অংশ নেয়। খেলায় ২-০ গোলের ব্যবধানে পূর্ব ইলিশা একাদশ ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ভোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামাল হোসেন।  

এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, জেলা রেডক্রিসেন্ট সম্পাদক আজিজুল ইসলাম, ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক মুনতাছির আলম রবিন চৌধুরী, কোস্ট ট্রাস্টের প্রকল্প সমন্বয়কারী মিজানুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।