ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

মোহামেডানের কাছে পাত্তাই পেল না আবাহনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
মোহামেডানের কাছে পাত্তাই পেল না আবাহনী গোলের পর মোহামেডানের খেলোয়াড়দের উল্লাস-ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে এবারের আসরে ধুঁকতে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে দাঁড়াতেই পারলো না আবাহনী লিমিটেড। চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে সাদা-কালো জার্সিধারীদের জয়টা এলো ৪-০ গোলে। অথচ প্রথম পর্বে এই আবাহনীর কাছে ৩-০ গোলে উড়ে গিয়েছিল মোহামেডান।

মঙ্গলবার (১৬ জুলাই) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই মোহামেডানের আক্রমণে পর্যুদস্ত হয়ে পড়ে আবাহনী। এই সুযোগে মাত্র ১৬তম মিনিটেই গোলের খাতা খুলে ফেলে মোহামেডান।

সুলেমান দিয়াবাতেকে আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন শহীদুল আলম সোহেল। এই সুযোগে দিয়াবাতে আলতো পাসে বল পাঠিয়ে দেন তকলিস আহমেদের পায়ে। ফাঁকা পোস্ট পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন এই ডিফেন্ডার।

লিড পেয়ে আরও আক্রমণ শানাতে থাকে মোহামেডান। তবে কাঙ্খিত গোল আসে প্রথমার্ধের যোগ করা সময়ে। এবারও গোলদাতা সেই তকলিস। তবে তার শট গোলরক্ষককে বোকা বানিয়ে জাল খুঁজে নেওয়ার আগে আবাহনীর ডিফেন্ডার টুটুল হোসেন বাদশার গায়ে লাগে।

মোহামেডান-আবাহনী ম্যাচের একটি মুহূর্ত-ছবি: শোয়েব মিথুনম্যাচের ৫০তম মিনিটে আরও এগিয়ে যায় মোহামেডান। মাঝমাঠ থেকে অনেকটা একক প্রচেষ্টায় ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন মালির ফরোয়ার্ড দিয়াবাতে। এরপর ফিরতে মরিয়া আবাহনীকে ম্যাচ থেকে পুরো ছিটকে দেন জাহিদ হাসান এমিলি। ৬৬তম মিনিটে তার হেড থেকে করা গোলে ব্যবধান ৪-০ করে মোহামেডান।

এই হারে শিরোপা লড়াইয়ে অনেকটা পিছিয়ে পড়েছে আবাহনী। ২১ ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর পয়েন্ট ৫১। দিনের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া বসুন্ধরা কিংস এখন ৫৮ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। এরপর বাকি ৪ ম্যাচ থেকে আর মাত্র ৩ পয়েন্ট পেলেই শিরোপা জিতবে অস্কার ব্রুজোনের শিষ্যরা।  

অন্যদিকে শিরোপা লড়াই থেকে অনেক আগেই ছিটকে পড়া মোহামেডান ২০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট তালিকার নবম স্থানে।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।