ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

গ্রিজম্যানকে এখনও স্বাগত জানাননি মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
গ্রিজম্যানকে এখনও স্বাগত জানাননি মেসি মেসি ও গ্রিজম্যান: ছবি-সংগৃহীত

অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় এসেছেন আঁতোয়া গ্রিজম্যান। ১৪ জুলাই কাতালানদের জার্সি গায়ে ক্যাম্প-ন্যুয়ের দর্শকদের সামনে নিজেকে উপস্থাপনও করেছেন ফরাসি ফরোয়ার্ড। নতুন ঠিকানার অনেক খেলোয়াড় অভিনন্দন-স্বাগত জানিয়েছেন তাকে। কিন্তু যার পাশে খেলার জন্য ওয়ান্দা মেত্রোপোলিতানো ত্যাগ, সেই লিওনেল মেসি এখনও অভিনন্দন জানাননি গ্রিজম্যানকে।

২৮ বছর বয়সী তারকা জানান, বার্সেলোনায় যোগ দিলেও এখনও মেসির কাছ থেকে কিছু শোনেননি তিনি, তবে কাতালোনিয়ায় আসায় লুইস সুয়ারেজের কাছ থেকে অভিনন্দন বার্তা পেয়েছেন।

১২০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজের বিনিময়ে অ্যাতলেটিকো ছেড়ে বার্সেলোনার সঙ্গে চুক্তি করেছেন গ্রিজম্যান।

বিশ্বকাপজয়ী ফরাসি ফরোয়ার্ড আরও জানান, জাপান সফরে যারা তার সঙ্গে ছিলেন প্রত্যেকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন তাকে।

প্রাক-মৌসুম প্রস্তুতি টুর্নামেন্টে রেকুটেন কাপে জাপানের ক্লাব ভিসেল কোবের মাঠে চেলসির বিপক্ষে খেলবে বার্সেলোনা। এশিয়া সফরে যাননি মেসি ও সুয়ারেজ।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।