ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

অদ্ভুত ম্যাচ সেরার পুরস্কার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
অদ্ভুত ম্যাচ সেরার পুরস্কার ম্যাচ সেরার পুরস্কার। ছবি- সংগৃহীত

‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার মানেই বিশেষ কিছু। বেশিরভাগ ম্যাচসেরাকেই দেওয়া হয় আর্থিক পুরস্কার। তবে ইউরোপিয়ান ফুটবল লিগগুলোতে ম্যাচ সেরার হাতে তুলে দেওয়া হয় দামি পানীয়র বোতল। কিন্তু এবার ম্যাচ সেরার পুরস্কারে যা দেখা গেলো তা শুধু অদ্ভুতই নয় বেশ হাস্যকরও বটে।

মালাওয়াইর ফুটবল লিগে ম্যাচ সেরার হাতে তুলে দেওয়া হলো একটি জলজ্যান্ত বন মুরগী। এই পুরস্কার পেয়ে ম্যাচ সেরা হাসান কারোজোগকিকে খুব একটা অখুশিও দেখা গেলো না।

মুরগী হাতে বেশ হাসি মুখেই ছবিও তুলেছেন।

তবে আফ্রিকান লিগগুলোতে এমন পুরস্কার নতুন কিছু নয়। জিম্বাবুইয়ান অনেক লিগেই ম্যাচ সেরাকে দেওয়া হয় এক কেস বিয়ার। এর থেকেও হাস্যকর পুরস্কার পান ঘানাইয়ান লিগ সেরারা। বেশিরভাগ ম্যাচ সেরার হাতেই তুলে দেওয়া হয় এক জোড়া স্যান্ডেল। বতসোয়ানা লিগে সেরা খেলোয়াড় পান ঘরের বাজার-সদাই!

তবে অদ্ভুত পুরস্কারের নজির বাংলাদেশেও আছে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ম্যান অব দ্য ম্যাচের হাতে রাইস কুকার, ইস্ত্রি, ব্লেন্ডার দেওয়ার নজিরও রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।