ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

কেনের গোলে রিয়ালকে হারালো টটেনহাম 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
কেনের গোলে রিয়ালকে হারালো টটেনহাম  কেনের শট রুখতে পারেননি রিয়াল গোলরক্ষক নাভাস: ছবি-সংগৃহীত

নতুন মৌসুম শুরুর প্রস্তুতি ম্যাচে একের পর এক পরাজয় বরণ করতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। গত শনিবার তারা নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদের হাতে বিধ্বস্ত হয়েছে ৭-৩ গোলে। এবার ইংলিশ ক্লাব টটেনহামের কাছেও হারলো লস ব্লাঙ্কোসরা। হ্যারি কেনের গোলে স্পার্সরা ১-০ ব্যবধানে হারিয়েছে রিয়ালকে। 

মঙ্গলবার রাতে (৩০ জুলাই) জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় রিয়াল-টটেনহাম। অডি কাপের সেমিফাইনালের ম্যাচটিতে ২২ মিনিটের সময় স্পার্সদের এগিয়ে দেন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেন।

 

গোল হজম করে অবশ্য চাঙ্গা হয়ে ওঠে রিয়াল। কিন্তু নির্ধারিত সময়ের শেষ পযর্ন্ত টটেনহামের রক্ষণভাগে ফাটল ধরাতে পারেনি তারা। এই জয়ে আদি কাপের ফাইনালে পা রেখেছে মাউরিসিও পচেত্তিনোর দল।  

বাংলাদেশ সময়: ০০৩৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।