ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

বেনজেমার হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
বেনজেমার হ্যাটট্রিকে রিয়ালের বড় জয় ছবি:সংগৃহীত

প্রাক মৌসুম টুর্নামেন্টগুলোতে বেশ ভুগতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। তবে অবশেষে বড় জয় পেল জিনেদিন জিদানের শিষ্যরা। করিম বেনজেমার হ্যাটট্রিকে অডি কাপে ফেনেরবাচকে ৫-৩ গোলে উড়িয়ে দিল রিয়াল। যদিও এ ম্যাচেও দলটির রক্ষণভাগের দুর্বলতা চোখে পড়েছে।

এর আগে প্রাক মৌসুমের আরেক টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে তিন ম্যাচে ১২ গোল হজম করেছিল রিয়াল। নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের কাছেই ৭-৩ গোলে হারে।

পরে অডি কাপের সেমিফাইনালে ইংলিশ ক্লাব টটেনহ্যামের কাছে ১-০ গোলে পরাজয় বরণ করে লস ব্ল্যাঙ্কসরা।

বুধবার অ্যালিয়াঞ্জ অ্যারেনায় তুরস্কের ক্লাব ফেনেরবাচের বিপক্ষে বেনজেমা ১২, ২৭ ও ৫৩ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন। আর ৬২ মিনিটে নাচো ও ৭৯ মিনিটে মারিয়ানো ডিয়াজ গোল করে দলের জয় নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।