ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

দিবালাকে ম্যানইউ’তে চলে যেতে বলেছেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, আগস্ট ২, ২০১৯
দিবালাকে ম্যানইউ’তে চলে যেতে বলেছেন রোনালদো! রোনালদো ও দিবালা: ছবি-সংগৃহীত

ক্লাব ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে নিজের জাত চিনিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ উইঙ্গার প্রথম ব্যালন ডি’অর জেতার স্বাদ পান রেড ডেভিলদের হয়েই। এবার তিনি জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা পাওলো দিবালাকেও ওল্ড ট্রাফোর্ডে যোগ দিতে বলেছেন।

সামাজিক যোগাযগের মাধ্যম হোয়াটসআপের এক গ্রুপে রোনালদো জানিয়েছেন, ‘চ্যাম্পিয়ন হতে হলে’ দিবালাকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া উচিত। খবরটি প্রকাশ করেছে দ্য ডেইলি মেইল।

 

সম্প্রতি কয়েকদিন ধরে ফুটবল বিশ্বে আলোচনা হচ্ছে দিবালার নতুন ঠিকানা নিয়ে। পাওলো দিবালা-রোমেলু লুকাকুকে অদল-বদল নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাস বৈঠকে বসেছে বলেও গুঞ্জন চলছে ফুটবল দুনিয়ায়।  

লুকাকুকে দিয়ে দিবালাকে চাইছে ইউনাইটেড। আর জুভেন্টাসও মুখিয়ে আছে বেলজিয়ান ফরোয়ার্ড লুকাকুকে দলে ভিড়াতে।  

গত মৌসুমে রোনালদো তুরিনে আসার পর থেকে জুভেন্টাসের একাদশে অনিয়মিত হয়ে গেছেন দিবালা। তুরিনের বুড়িদের মূল তারকাও এখন ‘সিআর সেভেন’, যিনি ম্যানচেস্টার ইউনাইটেড থেকে যোগ দেন রিয়াল মাদ্রিদে। এরপর সান্তিয়াগো বার্নাব্যু অধ্যায় ছেড়ে নাম লেখান জুভেন্টাসে।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯ 
ইউবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।