ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

বসুন্ধরার শিরোপা উদযাপনে হাজারো সমর্থক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৯
বসুন্ধরার শিরোপা উদযাপনে হাজারো সমর্থক বসুন্ধরার শিরোপা উদযাপন করতে গ্যালারিতে হাজারো দর্শক। ছবি: শোয়েব মিথুন

দুই ম্যাচ হাতে রেখেই  প্রিমিয়ার লিগের শিরোপার মুকুট ঘরে তুলেছে বসুন্ধরা কিংস। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে লিগের শেষ ম্যাচটি তাই শুধুই শিরোপা উদযাপনের উপলক্ষ। ঘরোয়া ফুটবলের নতুন 'কিংস'দের সেই উদযাপনের সঙ্গী হতে স্টেডিয়ামে হাজির হয়েছে হাজারো সমর্থক।

গত ২৫ জুলাই ঘরের মাঠ নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে মোহামেডানের সঙ্গে ১-১ গোলে ড্র করে শিরোপা নিশ্চিত করে বসুন্ধরা কিংস। অভিষেকেই দেশের ঘরোয়া ফুটবলের শিরোপা জয়ের কীর্তি যা নেই অন্য কোনো ক্লাবেরই, সেই নতুন ইতিহাস লিখিয়েছে অস্কার ব্রুজোনের শিষ্যরা।

নীলফামারীতেই একবার শিরোপা নিশ্চিতের আনন্দে ভাসলেও শেষ ম্যাচ দিয়েই হবে আসল উদযাপন। ম্যাচটি উপভোগ করতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উৎসবের আমেজ। এ উৎসব মনে করিয়ে দিচ্ছে ঘরোয়া ফুটবলের সেই সোনালী দিন। প্রিয় দলের জার্সি গায়ে গ্যালারিতে বাদ্যের তালে তালে প্রিয় দলের নামে উল্লাসধ্বনির এই নজির দেখা যায়নি বহুকাল।

খেলা উপভোগ করছেন দর্শকরা।  ছবি: শোয়েব মিথুনবসুন্ধরা কিংসের আবির্ভাব সেই পুরোনো দিন ফিরিয়ে আনার তাগিদেই। আর তাতে দলটি পুরোপুরি সফল। কিংসের খেলা দেখতে গ্যালারিতে হাজির সোহেল রানা। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সোহেল ফুটবলের অন্ধ ভক্ত। ইউরোপীয় ক্লাব ফুটবলে বুঁদ থাকেন অবসর পেলেই। দেশীয় ফুটবল দেখা বাদ দিয়েছিলেন বহু আগেই। তবে কিংসের টানে ফের গ্যালারিতে হাজির হয়েছেন।

দ্যানিয়েল কলিনদ্রেস, সোয়ারেস, দুইশভেকভদের ফুটবল জাদুতে তিনি মুগ্ধ। জানালেন, 'এমন অনুভূতি বহুদিন পাইনি। গ্যালারিভরা দর্শক, বাদ্যের তালে তালে উল্লাসধ্বনি। এগুলো মিস করতাম। তাছাড়া বসুন্ধরা কিংসে বিশ্বকাপ খেলা তারকা কলিন্দ্রেস আছেন। ভাবতেই ভালো লাগে, দেশের ফুটবল এগিয়ে যাচ্ছে। '

নিজেদের শেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে বসুন্ধরা।

বাংলদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।