ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

রেকর্ড ট্রান্সফার ফিতে ম্যাগুইয়ারকে কিনলো ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৯
রেকর্ড ট্রান্সফার ফিতে ম্যাগুইয়ারকে কিনলো ম্যানইউ ছবি:সংগৃহীত

লেস্টার সিটি থেকে ৮০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে হ্যারি ম্যাগুইয়ারকে দলে ভেড়ানোর ব্যাপারে সম্মত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর ফলে ইংলিশ এই তারকাই এখন বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দিলেন।

চলমান সপ্তাহের মধ্যেই ২৬ বছর বয়সী ম্যাগুইয়ার ম্যানইউর মেডিক্যাল সম্পন্ন করবেন বলে আশা করা যাচ্ছে।

নতুন মৌসুম শুরুর আগে দল-বদলের বাজারে এ নিয়ে তৃতীয় খেলোয়াড় দলে টানলো ইংলিশ জায়ান্ট ম্যানইউ।

এর আগে ক্রিস্টাল প্যালেস থেকে অ্যারন ওয়ান-বিসাকা ও সোয়ানসি সিটি থেকে ড্যানিয়েল জেমসকে কিনেছিল রেড ডেভিলস খ্যাত দলটি।

২০১৭ সাল হাল সিটি থেকে লেস্টারে যোগ দিয়েছিলেন ম্যাগুইয়ার। দলটির হয়ে তিনি ৬৯টি প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছিলেন।

এদিকে সবচেয়ে দামি ডিফেন্ডার হওয়ার পর ম্যাগুইয়ার পেছনে ফেললেন ভার্জিল ফন ডাইককে। ২০১৮’র জানুয়ারিতে এই ডাচ ম্যান সাউদাম্পটন ছেড়ে ৭৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে লিভারপুলে যোগ দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।