ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

মেসিকে ছাড়াই জুয়ান গাম্পার ট্রফি ঘরে তুললো বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
মেসিকে ছাড়াই জুয়ান গাম্পার ট্রফি ঘরে তুললো বার্সা বার্সেলোনা। ছবি-সংগৃহীত

লিওনেল মেসিকে ছাড়াই মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুললো বার্সেলোনা। নিষেধাজ্ঞার কারণে দলে মেসি না থাকায়ও খুব বেশি প্রভাব পড়েনি এই জয়ে।

রোববার (০৪ আগস্ট) ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে ২-১ গোলে জয় পায় বার্সেলোনা। স্বাগতিকদের হয়ে গোল করেন লুইস সুয়ারেজ।

আর্সেনালের হয়ে একটি গোল করেন পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ে। আর অপর গোলটি হয় আত্মঘাতী।

পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের নৈপুণ্যে ম্যাচ প্রথমে এগিয়ে যায় আর্সেনালই। ৩৬তম মিনিটে একজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে গোলটি করেন এই ফরোয়ার্ড। কিন্তু ৬৯তম মিনিটে নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে আনে আর্সেনাল। ইংলিশ মিডফিল্ডার এইন্সলি মেইটল্যান্ড-নাইলসের আত্মঘাতী গোলে সমতায় ফেরে বার্সেলোনা।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে সের্হি রবার্তোর উঁচু করে বাড়ানো বল দারুণ ভলিতে জয়সূচক গোলটি করেন লুইস সুয়ারেস।

প্রতি মৌসুমের শুরুতে এই ম্যাচের আয়োজন করে বার্সেলোনা। ক্লাবটির প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক খেলোয়াড় ও সভাপতি জুয়ান গাম্পের নামানুসারে ম্যাচটিকে বলা হয় জুয়ান গাম্প ট্রফি। এবার এই ট্রফির ৫৪তম সংস্করণ হলো।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।